পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দুই ইউনিয়ন ও দশমিনা উপজেলার নবগঠিত চর বোরহান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবকটিতেই নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন।
রিটানিং কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আনছার উদ্দিন মোল্লা নৌকা প্রতীকে ৮ হাজার ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোসলেম উদ্দিন মুসুল্লী হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৮০ ভোট আর ধানের শীষ প্রতীকে মো. মহিউদ্দিন মুসুল্লী পেয়েছেন ১ হাজার ৭৩৬ ভোট।
একই উপজেলার ধূলাস্বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আব্দুল জলিল মাষ্টার ৭ হাজার ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মো. ইয়াকুব আলী ১ হাজার ২৬৮ পেয়েছেন আর ধানের শীষ প্রতীকে মো. খালেকুজ্জামান জামান খলিফা পেয়েছেন ১ হাজার ৬৮১ ভোট।
দশমিনা উপজেলার নব গঠিত চর বোরহান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজীর আহমেদ সরদার ১ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী তমিজ উদ্দিন তমান ঢোল প্রতীকে পেয়েছেন ২৮২ ভোট। আর বিএনপি মনোনীত প্রার্থী শামিম হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২১২ ভোট।
বিডি-প্রতিদিন/এস আহমেদ