বান্দরবানের লামায় রবিবার বেলা ২টার দিকে আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এক পথচারী প্রথমে লাশটি দেখে পুলিশকে খবর দেয়।
জানা গেছে, রবিবার দুপুরে এক পথচারী চাম্বি মফিজ বাজারের তেলুনিয়া খালে পানি আনতে গেলে নবজাতকের লাশটি তার নজরে আসে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা- অনাকাঙ্ক্ষিত গর্ভপাত হওয়ায় শনিবার দিবাগত রাতের কোন এক সময় শিশুটিকে মেরে ফেলে রেখে গেছে কেউ। নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকের মরদেহটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অনুরোধে লাশটি দাফন করে ফেলতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ