মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ হোসেন ইমাম সোনা মিয়া আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৮৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ২ হাজার ৪৩৪ ভোট।
আজ রবিবার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
অপর দিকে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সদস্য পদে ১ হাজার ১৫১ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল হাশেম মহুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ১ হাজার ৪ ভোট।
এছাড়া দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সদস্য পদে ৯৯৯ ভোট পেয়ে আমিনুর রহমান কহিনূর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল ৫১৪ ভোট পেয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ