কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে রবিবার রাতে জিয়াউদ্দিন (২০) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে খুন করেছে ইয়াবা ব্যবসায়ীরা। নিহত জিয়াউদ্দিন কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের নরুল আনোয়ারের ছেলে। জিয়া কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবি চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাইনুদ্দিন জানান, এ ঘটনায় সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে। নিহতের শরীরে দায়ের ৬টি কোপের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার