বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার সীমাবাড়ীর বগুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান।
নিহতরা হলেন গাইবান্ধার সাঘাটা থানার সাইদুল ইসলাম (৩০), তারেক (২৭) ও আবদুল করিম (৪৫)।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পরপরই মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে শেরপুর ও পাশের রায়গঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়।
তবে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পুতুল মোহন্ত বলেন, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস উক্ত স্থানে পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে যাত্রীবোঝাই বাসটি উল্টে মহাসড়কের পশ্চিমপাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে শেরপুর ও পাশের রায়গঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একযোগে উদ্ধার তৎপরতা শুরু করে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/মজুমদার/মাহবুব