যশোরের কেশবপুরে রাজিব খান (২৮) নামে পৌর যুবলীগের এক কর্মীকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও যুবলীগ ও ছাত্রলীগের আরও তিনজন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের হাসপাতাল সড়কে এ হামলার ঘটনা ঘটে বলে জানান পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগাই।
আহত রাজিব মধ্যকুল গ্রামের মিজান খানের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জয় ভদ্র জগাই বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ নামধারী চিহ্নিত হাতুড়ি বাহিনীর সন্ত্রাসীরা একত্রিত হয়ে অতর্কিতভাবে তাদের উপর হামলা করে। এসময় হাতুড়ি ও রডের আঘাতে যুবলীগ কর্মী রাজিব, লিটন গাজী এবং ছাত্রলীগ কর্মী শাহিনুর ও রায়হান কবীর আহত হন। আহতদের মধ্যে গুরুতর রাজিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/মাহবুব