টাঙ্গাইলের ধনবাড়ী এবং সরিষাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা পঞ্চাশী গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধনবাড়ী থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আবু হানিফ ওরফে হানি (৫৫)।
রবিবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, "গোপন সংবাদের ভিত্তিতে রাতে একদল পুলিশ ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। সেসময় তার বাড়ি থেকে চারটি দামী লাগেজ ও একটি বস্তার ভেতর থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ব্যবসায়ী হানিকে আটক করা হয়। এর সঙ্গে জড়িতদের অন্যদের আটকের চেষ্টা চলছে।"
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬