কক্সবাজারে আচারের বস্তায় করে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। আটককৃত যুবকের নাম মো. নেজাম উদ্দিন (১৪)।
রবিবার রাতে তাকে আটক করা হয়। আটক নেজাম উদ্দিন সদর উপজেলার ডিককুল এলাকার গোলাম মোস্তফার ছেলে।
কক্সবাজার সদর থানার ওসি তদন্ত কামরুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "এসএ পরিবহন কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে নেজামের আচারের বস্তা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।"
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫