ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে স্থানীয় প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুর ইসলাম, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার বাবু কাজল কান্তি দাস প্রমুখ।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/ফারজানা