কিশোরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন অফিস (পিডিবি) ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। সদর উপজেলার যশোদল ও বৌলাই ইউনিয়নকে পিডিবি থেকে পল্লী বিদ্যুতে হস্তান্তরের প্রতিবাদে আজ সোমবার দুপুরে ঘেরাও কর্মসূচি আহ্বান করা হয়।
বৌলাই-যশোদল সংগ্রাম পরিষদের ব্যানারে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরে আসেন। পরে পিডিবি অফিস ঘেরাও করতে যাবার সময় স্থানীয় রথখলার মোড়ে পুলিশ মিছিলটি আটকে দেয়। বিক্ষোভকারীরা পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আইনজীবী এনামুল হক, শহীদুল ইসলাম কিবরিয়া, রুকন উদ্দিন, আব্দুর রাজ্জাক, জজ মিয়া, সাইফুল ইসলাম, জাবেদ আলী মেম্বার, শামীম রেজা প্রমুখ।
বক্তারা সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, পল্লী বিদ্যুৎ যেহেতু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারে না, সেজন্য এলাকার কৃষি ও শিল্প ধ্বংস হবে। শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হবে। আন্দোলনকারীরা সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/ফারজানা