কক্সবাজারের পেকুয়ার দুই হাজার পিস ইয়াবাসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুছকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইউনুছ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার মৃত জিল্লুর রহমান ছেলে।
রবিবার রাতে কক্সবাজার শহরের কলাতলী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে পেকুয়ার মগনামা ইউনিয়নের বাড়ি থেকে ৪টি দেশীয় তৈরি এলজি ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি অং সা থোয়াই র্ধর্ষ সন্ত্রাসী ইউনুছের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭