লক্ষ্মীপুরে শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদ ও বিচার দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের চৌরাস্তা নামক এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। এসময় রাস্তার দু-পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগের শিকার হন ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গমনেচ্ছু যাত্রীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, গতকাল রবিবার রাত ১১টায় ভাড়া নিয়ে স্থানীয় ভবানীগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ হোসেনের সঙ্গে এক সিএনজি চালকের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে সিএনজি চালকের পক্ষ নিয়ে ওই বাজার থেকে পরিবহনের চাঁদা আদায়কারী রাসেল ওই শিক্ষককে মারধর ও লাঞ্চিত করে। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবীতে সকালে আন্দোলনে নামে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/ফারজানা