সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের হামলায় রুহুল আমির শেখ নামে এক মৌয়াল নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ভাই হোসেন শেখ। রবিবার এ ঘটনা ঘটে।
তবে নিহতের মরদেহ আজ সোমবার উদ্ধার করেছে বন বিভাগ। সুন্দরবনের মাহমুদা নদীর ডিঙ্গি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন শেখ শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখী গ্রামের মালেক শেখের ছেলে।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি বলেন, সুন্দরবনের গহীনে মধু আহরণের সময় বাঘের হামলার শিকার হন রুহুল আমিন। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ভাই হোসেন শেখ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়েছে বন বিভাগের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ