আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভবনের ফাঁটল দেখা দিয়েছে। ফাঁটল দেখার পর পোশাক কারখানারটি বন্ধ ঘোষনা করেছে কারখানা কর্তৃপক্ষ। ফাঁটলের সংবাদ ছড়িয়ে পরলে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শ্রমিক ২০ আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন নয় তলা ভবন বিশিষ্ট কারখানাটির শ্রমিকদের মাঝে ফাটল আতঙ্ক দেখা দেয়। এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক দিনের সাধারণ ছুটি ঘোষনা করে কর্তৃপক্ষ।
এ ঘটনার পর কারখানাটির ফাঁটলের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের তা পরিদর্শনে বাঁধা প্রদান করে কর্তৃপক্ষ। এদিকে ঘটনার পরপর কারখানা পরিদর্শন করেছেন শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মো. লুৎফর। তবে পরিদর্শন শেষে তার বক্তব্য চাইতে গেলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০