মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আছকির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি জয়া শর্ম্মা, উপজেলা তাঁতীলীগের সভাপতি ধীরেন সিংহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ