শতভাগ স্যানিটেশনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে রিং স্লাব বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই স্লাব বিতরণ করা হয়।
এসময় বেগুনবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান বনি আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী।
বিশেষ অতিথি হিসেবে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তারিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী আফাজ উদ্দিন, ডাক্তার নাসিমা জাহান, বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আব্দুল্লা আল মাসুদ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এর এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিমি, যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মনতাসির আলমসহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ সরকারের সহযোগীতা ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের অর্থায়নে প্রায় ১৬লাখ টাকা ব্যায়ে ওই ইউনিয়নের ৪শটি পরিবারকে বিনামুল্যে এসব সামগ্রী প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১