মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে রিংকু আক্তার(১৪) নামের এক কিশোরীর উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।
এ হামলার ঘটনায় সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন আহতের পরিবার।
ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, পৌর এলাকার দক্ষিন ঠেঙ্গামাড়া গ্রামের রিপন বেপারী কিশোরী মেয়ে রিংকু আক্তার বাড়ির পাশের একটি জমিতে ছাগল চড়াতে যায়। এসময় একই এলাকার কালাম বেপারী ও সাব্বির বোপারীসহ ৪/৫ জন মিলে পূর্ব শত্রুতার জের ধরে তাকে বেদম মাড়পিট করেন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ হামলার ঘটনায় ভুক্তভোগীর পরিবার কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কালকিনি থানার এসআই ওয়াদুদ মিয়া বলেন, কিশোরী উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২