বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থগিত ভোট গ্রহণ আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, ২৫ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলার ১২টি উপজেলার ১৫টি ওয়ার্ডের কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনে প্রার্থী রয়েছেন তিনজন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত, সাবেক প্রশাসক ও বগুড়া জেলা আ’লীগের সহসভাপতি ডাক্তার মকবুল হোসেন, সাবেক চেয়ারম্যান ও জেপি নেতা আমিনুল ইসলাম পিন্টু, জেলা আ’লীগের সহসভাপতি সোলায়মান আলী মাষ্টার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন