দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ মাসুদ রানা, সিভিল সার্জন ডাঃ মোঃ সাদেক মিয়া।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহারের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক, সাবেক জাতীয় সংসদ সদস্য সুলতানা বুলবুল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।
শেষে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসফ-উদ-দৌলার উপস্থাপনায় শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
অপরদিকে, ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে সকাল ১০টায় উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহর প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি ছিলেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসিম হাবিব, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন