সিলেটে পাচারকালে দুই নারীকে উদ্ধার করেছে র্যাব। এসময় তিন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- নোয়াখালি জেলার চরজব্বর থানার চরবাটা গ্রামের জাকির হোসেন (৩৫), সিলেটের কানাইঘাট উপজেলার দলইমাটি গ্রামের এখলাছুর রহমান (২৭) ও ওসমানীনগর উপজেলার থানাগাঁও’র সোলেমান আলী (২৯)।
গত রবিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন গোটাটিকর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীদের উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়।
সোমবার আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাব জানায়- একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে গ্রামের গরীব ও সহজ-সরল মেয়েদের চাকরির লোভ দেখিয়ে পাচার করে আসছে। এরকম একটি চক্রের সংবাদ পেয়ে র্যাব-৯ এর সিনিয়র এএসপি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে গোটাটিকরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন পাচারকারীকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন