নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. জে.এম এরশাদ আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডে কমান্ডার ফজলুল হক, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, সাবেক উপ-সচিব এ.কে.এম মুক্তিযোদ্ধা আমিনুল হক, সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ ও সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গৌরঙ্গ চন্দ্র।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শিল্পকলা একাডেমী চত্ত্বরে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে মুজিব নগরের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।
এদিকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৭/এনায়েত করিম