ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার সোলেমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, কৃষি অফিসার আলীনুর রহমান, থানার এসআই কল্লোল গোস্বামী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক বিকাশ চন্দ্র সাহা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক ইউনিয়ন সদস্য আব্বাস হোসেন ইমরানসহ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অর্ধশতাধিক ছাত্রী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ