টাঙ্গাইলে অস্ত্র ও গুলিসহ রাসেল নামের চরমপন্থী দলের এক সদস্যকে আটক করেছে র্যাব।
টাঙ্গাইল র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, একটি বাড়িতে চরমপন্থী দলের সদস্যরা মিলিত হচ্ছে। পরে রবিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো. সোমার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে মো. রাসেল মিয়াকে আটক করে। এ সময় রাসেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। অভিযানের খবর টের পেয়ে চরমপন্থী দলের অন্য সদস্যরা সটকে পড়ে বলে জানায় র্যাব।
বিডি-প্রতিদিন/এস আহমেদ