রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকার কেপিএম টিলায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সাকির্ট কিংবা চুলার আগুন থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল লতিফ জানান, সাড়ে ১২টার দিকে হঠাৎ কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকার কেপিএম টিলা নামক বস্তিতে একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পরে। এছাড়া বৈশাখের প্রচণ্ড তাপদাহের কারণে আগুন ভয়াবহ রূপ নেয়। তবে খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি নৌবাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে। সবার যৌথ প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টাপর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু এ আগে প্রায় ৩৪টি ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
এব্যাপারে কাপ্তাই উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার দীলিপ কুমার ঘোষ জানান, আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে এসে কাজ শুরু করে দেয়। তবে বস্তি এলাকার কারণে আগুনের প্রায় ৩৪টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, পুলিশসহ স্থানীয়রা সহায়তা করেছে।
রাঙামাটি কাপ্তাই উপজেলা থানার ওসি বারপাপ্ত কর্মকর্তা, রঞ্জন কুমার সেমান্ত জানান, অগ্নিকান্ডের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা রেখেছে। যার কারণে হতাহতোর মত কোন ঘটনা ঘটেনি।
এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মহাম্মদ মানজারুল মান্নান। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের ১০ কেজি চাল, নগদ দুই হাজার টাকা ও ১টি করে কম্বল বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন