নেত্রকোনার পূর্বধলা ও মদনে পৃথক ঘটনায় দুই কৃষক খুন হয়েছেন। জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নে প্রতিবেশীর পিড়ির আঘাতে কৃষক মোক্তার উদ্দিন (৫০) নিহত হয়েছেন। এদিকে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পশ্চিম পাড়ায় বাড়ির পিছনে ধান মাড়ার খলায় পাহারা দিতে গিয়ে রানা বিশ্বাস (৫৫) নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাতপাতালে প্রেরণ করে।
পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব জানান, গত রবিবার উপজেলার হবিবপুর গ্রামের কৃষক মোক্তার উদ্দিনের জমির সীমানায় বেড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী মোশারফ ও জয়নালদের সাথে বিরোধ হয়। এ নিয়ে রাতে ঝগড়া বাধে। পরবর্তীতে বসার পিড়ি দিয়ে মোক্তার উদ্দিনের মাথায় আঘাত করলে মারাত্মক জখম হন তিনি। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এদিকে মদন থানার ওসি মাজেদুর রহমান জানান, রবিবার রাতে রানা বিশ্বাস নিজ বাড়ির পিছনে ধানের খলা পাহারা দিতে যায়। সকালে বাড়ি ফিরতে দেরি দেখে তার স্ত্রী রুমা বিশ্বাস ধানের খলায় গিয়ে ধারালো অস্ত্রের অাঘাতে স্বামীর ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, রানা বিশ্বাসের ছোট ভাই শম্ভু বিশাসের এক কর্মচারী হাসের খামার থেকে হাঁস চুরি করে। এ নিয়ে তাকে গালিগালাজ করেছিল রানা বিশ্বাস। পরবর্তীতে সে ক্ষোভের বশবর্তী হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এছাড়া তো কৃষকের কোন শত্রু নেই।
দুটি ঘটনারই মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ