বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন জন নিহত হয়েছে। নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটার মন্ডল পাড়ার মো. তারেক (২৭), মো. করিম (২৫) এবং গাইবান্ধার খেয়ার ঘাট এলাকার সাইফুল ইসলাম (৩৫)। ওই ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৫জন। তাদের মধ্যে ১৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া নিউ সেফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত আনুমানিক ১টায় শেরপুরের সীমাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে যাত্রীবোঝাই বাসটি উল্টে মহাসড়কের পশ্চিমপাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ৩৫ জন। এ সময় মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি করে। খবর পেয়ে শেরপুর ও পাশের রায়গঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়।
শেরপুর থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, দুঘর্টনার পর ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করা হয়। তবে গাড়ির চালক ও হেলপারকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ