রাজবাড়ীর কালুখালী উপজেলায় আগুন লেগে আটটি পরিবারের ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউপির মহিশলুটিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সেলিম মণ্ডল নামের একজনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা মুর্হূতেই চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ছয়টি বসত ঘর, ছয়টি রান্নাঘর ও ছয়টি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার কাজী আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল