দিনাজপুরের বোচাগঞ্জে জংলীপীর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র মোঃ আতিকুর রহমান রিফাতকে (১৩) নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রের পিতা মোঃ তরিকুল ইসলাম এ অভিযোগ করেছেন।
সোমবার ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আইনুল হকের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন তরিকুল ইসলাম।
এ ব্যাপারে জংলীপীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইনুল হক সাংবাদিকদের বলেন, শিক্ষক হয়ে ছাত্রকে শাসন করেছি তাতে কি হয়েছে?
এদিকে এই অপরাধের বিচার না হলে মানববন্ধনের মত কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ঐ বিদ্যালয়ের একাধিক ছাত্র ও তাদের অভিভাবক।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল