রংপুরের বদরগঞ্জ উপজেলায় ট্রলি উল্টে চালক মাসুদ রানা (২৪) মারা গেছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার জামুবাড়ী নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুদ কালিগঞ্জ বানিয়াপাড়ার এরশাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাসুদ বদরগঞ্জ থেকে খালি ট্রলি নিয়ে কালিগঞ্জে যাচ্ছিলেন। তিনি জামুবাড়ী নয়াপাড়া এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল