সিলেটের কোম্পানীগঞ্জে চাঞ্চল্যকর বাবা ও মেয়ে খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরকীয়া দেখে ফেলায় প্রেমিককে দিয়ে বাদী রুশনা বেগমই নিজেই স্বামী ও মেয়েকে খুন করিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই’র বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক।
পিবিআই’র বিশেষ পুলিশ সুপার জানান, গত বছরের ৮ আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলার একটি হাওরে পাওয়া যায় পুটামারা এলাকার আব্দুস সালাম ও তার মেয়ে রুলি বেগমের মরদেহ। চাঞ্চল্যকর এ মামলার রহস্য উদঘাটনের কাজ শুরু করে পিবিআই। তদন্তে পুলিশ জানতে পারে মামলার বাদী রুশনা বেগমের সাথে একই এলাকার মখন মিয়ার পরকীয়া সম্পর্ক ছিল। মেয়ে রুলি প্রেমিকের সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় তিনি নিজেই হত্যার পরিকল্পনা করেন।
৮ আগস্ট স্বামী আব্দুস সালাম ও মেয়ে রুলি বেগম নৌকাযোগে বাজার থেকে ফেরার পথে রুশনার প্রেমিক মখন ও তার সহযোগীরা টাইয়াপাগলা হাওরে তাদের হত্যা করে। এ ঘটনায় পিবিআই গত ১০ এপ্রিল রুশনা ও মখনকে আটক করে। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে খুনের কথা স্বীকার করেছে। শীঘ্র এ মামলার অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছে পিবিআই।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ফারজানা