ঢাকায় বসে বড় বড় কথা না বলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আহবান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেন, অকাল বন্যায় সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছেন। আর খালেদা জিয়া ঢাকায় বসে বড় বড় কথা বলছেন, একবার ত্রান নিয়ে আসহায়দের পাশে কেউতো আসেনি।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসনের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।
মায়া বলেন, সরকার হাওরে ক্ষতিগ্রস্থ লোকদের পাশে দাড়িয়েছে। হাওরের ক্ষতিগ্রস্থ লোকদের অতিদরিদ্র শ্রেণিকে ভিজিএফ এর মাধ্যমে খাদ্য সহায়তা এবং সাধারণ ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ করা হবে। এসময় তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন