টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইলে পৃথক অভিযান চালিয়ে ১৮শ’ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। আটকৃতরা হলো, নাসরিন আক্তার(৪২) এবং তার ছোট বোন শামিমা আক্তার (৩৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে দুই সহোদর বোন রয়েছে। বুধবার রাতে ও দুপুরে তাদের গ্রেফতার করা হয়। পুলিম জানায়, বুধবার রাতে মধুপুর বাজার থেকে ১৮শ’ পিস ইয়াবাসহ দুই বোনকে আটক করা হয়।
অপরদিকে, একইদিন দুপুরে ঘাটাইল উপজেলা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়। আটককৃত শাকের খান (২৮)। সে উপজেলার চক পাকুটিয়া গ্রামের জাফর খানের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ডিবি পুলিশের ওসি অশোক কুমার সিংহ সাংবাদিকদের জানান, আটককৃত তিনজনই পেশাদার মাদক বিক্রেতা। এরা জেলার বিভিন্ন জায়গায় গিয়ে মাদক বিক্রি করে।