নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের সুন্দলপুর-শাহাজাদপুর গ্যাস খনন প্রকল্পের ২নং কূপ থেকে বাণিজ্যিকভিত্তিতে গ্যাস উৎপাদনে সফলতা পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার কূপের পরীক্ষামূলক উদ্বোধন করেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদ ইসলাম।
তিনি জানান, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফলভাবে দেশের এ গ্যাস কূপের আনুষ্ঠানিক পরীক্ষামূলক উদ্বোধন সম্পন্ন হয়েছে। এ গ্যাস কূপে কী পরিমাণ গ্যাস মজুদ আছে কিংবা প্রতিদিন কী পরিমাণ গ্যাস উত্তোলন করা যাবে তা এ মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত যে, এটি বাপেক্সের একটি সফল বাণিজ্যিক গ্যাস ফিল্ডের সন্ধান। পর্যাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে নিশ্চিতভাবে বলা যাবে এখানে কী পরিমাণ গ্যাস মজুদ আছে।
সুন্দলপুর-শাহাজাদপুর-২ প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ২০০৪ সালের অক্টোবর মাসে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে ৫ একর জমি একোয়ার করে প্রকল্পের কাজ শুরু করা হয়। এখানে ৩ হাজার ২৩৫ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। ৬২ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে বাপেক্স নিজস্ব প্রযুক্তিতে এ কূপটি খনন করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ