বগুড়ার ধুনট উপজেলায় টিনের তৈরি ঘর মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মাহমুদ (২০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত রাসেল মাহমুদ ধুনট উপজেলার রামনগর গ্রামের মজনু আলমের ছেলে। বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মাহমুদ দিন মজুরি খেটে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার সকাল থেকে একই গ্রামের মিজানুর রহমানের বাড়িতে দিন মজুরের কাজ নেয়। ওই গৃহকর্তার বাড়িতে টিনের তৈরি ঘর মেরামত করার সময় ঘরের ওপর দিয়ে ঝুলানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আহত হন রাসেল। তাৎক্ষণিকভাবে আহত রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মাহমুদের মৃত্যু হয়।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অংকিতা রব চৈতি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে অসুস্থ হওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই রাসেলের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার