ষষ্ঠ বারের মতো সরকারি সফরে বিদেশ যাচ্ছেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান। এবার তিনি সারা বিশ্বের মেয়রগণের সমন্বয়ে ইরানে অনুষ্ঠিতব্য সাত দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান প্লানিং এন্ড ম্যানেজম্যান্ট’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। আগামী ২৪ এপ্রিল সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন। সম্মেলন শেষে সুস্থভাবে দেশে ফিরে আসতে তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ