লক্ষীপুরে “মানবাধিকার: ধারণা ও প্রায়োগিক দিক” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত এ কর্মশালায় অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম।
জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ।
এসময় বক্তারা শিশু, প্রতিবন্ধী ও অভিবাসী কর্মীদের অধিকার বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।