বগুড়ার উন্নয়নে সহস্রাধিক নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতির মতবিনিময় সভা করেছেন। আজ বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। শহরের মাটিডালীতে মোড়ে হোটেল ক্যাসেল সোয়াদ’র হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন। সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুর রহমান দুলু, প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, জেলা পরিষদ সদস্য মাফুজুল ইসলাম রাজ, রুহুল মোমিন তারিক, আনছার আলী, রেজাউল করিম মন্টু, মোস্তাফিজুর রহমান ভুট্টো, মারুফ রহমান মঞ্জু, মাহফুজা খানম লিপি, মঞ্জুয়ারা বেগম, শামসুন্নাহার বেগম, জামায়াত নেতা ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন, শেরপুর পৌর মেয়র আব্দুস সাত্তার, সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সুমন, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ইউপি চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, শাহ আব্দুল খালেক, আলী আতোয়ার তালুকদার ফজু, মাহবুবুল আলম বুলু, জিল্লুর রহমান, জুলফিকার রহমান শান্ত, হারেজ উদ্দিন, হাজেরা বেগম প্রমুখ।
আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন বলেন, সারা দেশের মতো বগুড়াতেও ব্যাপক উন্নয়ন কাজ চলছে। অর্থনৈতিক জোনের জন্য জায়গা নির্ধারন করা হয়েছে। এতে করে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে। রাস্তাঘাট, ব্রীজ কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বগুড়ায়। তিনি বলেন, বগুড়ার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধিদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের সামনে এগিয়ে যাওয়া কেউ থমকে দিতে পারবে না। বগুড়ার উন্নয়নের স্বার্থে তিনি জনপ্রতিনিধিদের একসাথে কাজ করার আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার