বগুড়ার শেরপুর উপজেলার সামীবাড়ী বাজার এলাকায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামের নিহত শ্রমিক সোলায়মান আলীর ছেলে লাল চাঁন মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সীমাবাড়ী বাজার এলাকার মৃত নিতাই চন্দ্র সাহার ছেলে ডা. রিপন কুমার সাহাকে (৩০) অভিযুক্ত করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ময়না তদন্ত সম্পন্ন শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সকালে সীমাবাড়ী বাজার এলাকার ডা. রিপনের বাসায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে একই এলাকার শ্রমিক সোলায়মান আলী, আনোয়ার হোসেন ও সোহেল রানা আটকা পড়েন। একপর্যায়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তারা। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে চান্দাইকোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলায়মান আলী মারা যান। এছাড়া গুরুতর অসুস্থ সোহেল রানা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন রয়েছেন।