নোয়াখালী সদর উপজেলায় আজ বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- দক্ষিণ শুল্লকিয়া গ্রামের খুরশিদ আলমের মেয়ে লিপি আক্তার(১০) ও ছেলে মো. শরীফ(৭)।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লিপি ও শরীফ বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে জমিতে ঘাস কাটছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই দাফন সম্পন্ন করে তাদের পরিবার। এ ব্যপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার