বিএনপির নির্দলীয় সরকারের দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের মাটিতে আর কোন দিন অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে না। বিএনপি না আসলেও বর্তমান সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। এবার আর ভুল করবে না বিএনপি। বিএনপি নির্বাচনে না এলে পস্তাবে। যথাসময়ে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না। তাই ঠিকমতে নির্বাচনে আসুন। আজ দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ক্যাম্পাসে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের আনুষ্ঠানিক নাম এবং আইসিইউ'র (নিবির পরিচর্যা কেন্দ্র) কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহম্মদ নাসিম নার্স ও চিকিৎসকদের উদ্দেশে বলেন, আপনারা সেবা দিন। রোগীদের বাবার, মায়ের, বোনের, ভাইয়ের মতো ভেবে চিকিৎসা দিন। আমরা অবকাঠামোগত উন্নয়ন করে দিব, উন্নত যন্ত্রপাতি দিব। কিন্তু আপনারা (নার্স ও চিকিৎসক) সাধারণ মানুষকে সেবা দিবেন। চিকিৎসক সংকট কাটাতে আবার চিকিৎসক দিচ্ছি। আর দিনাজপুরেও চিকিৎসক পাবে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য ১শ' কোটি টাকা দেয়া হবে। আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিন। ভোট না দিলে বিএনপি এলে এ টাকা ফেরত চলে যাবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দরকার বার বার শেখ হাসিনার সরকার।
তিনি বলেন, শেখ হাসিনা মাত্র কয়েক বছরে জঙ্গি, সন্ত্রাসবাদ নিমূলে সক্ষম হয়েছে। শেখ হাসিনার সরকার না এলে আবার জঙ্গির উত্থান হবে। তাই আগামীতে নৌকাকে ভোট দিন। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, বিএমএ'র কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, হুইপ এম ইকবালুর রহিম এমপি, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সারওয়ান জাহান, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. মোজাম্মেল হক, অধ্যাপক নাসিমা সুলতানা, ডা. নাদিরা সুলতানা, স্বাচক দিনাজপুরের ডা. শহীদুল ইসলাম, বিএমএ দিনাজপুরের বি কে বস প্রমুখ। এর আগে কলেজ ক্যাম্পসে এম আব্দুর রহিমের একটি মুর্যাল উন্মোচন করা হয়।
উল্লেখ্য, ১০ এপ্রিল সরকার এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার