ময়মনসিংহের নান্দাইলে বাসের ধাক্কায় স্কুলছাত্রসহ দু'জন নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কানারামপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাছিনগর ইউনিয়নের বিল ভাজেরা এলাকার সাহাদুল ইসলামের ছেলে শাকিল (১৯) ও একই এলাকার সিএনজি আটোরিকশার চালক সাতিল (২২)।
নান্দাইল হাইওয়ে থানার ওসি ওহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রুকুনুজ্জামান জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডের উপজেলার কানুরামপুর এলাকায় ময়মনসিংহগামী একটি বাস নান্দাইলগামী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সাতিল এবং যাত্রী শাকিল নিহত হয়। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে সিএনজির ভিতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ