দিনাজপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুস্তম আলীর (৪৫) মৃত্যু হয়। তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার বনকালী গ্রামে।
গত বুধবার ও বৃহস্পতিবার মারা যান শ্রমিক রঞ্জণা রায় (৪০), মোকছেদ আলী (৪৮) ও আরিফুল ইসলাম (৩০)।
দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে গত বুধবার বেলা ১১টার দিকে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে নারীসহ ৩০ জন শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে ১৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম জানান, বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১৫ শ্রমিকের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের সবার শরীর ১০০ শতাংশ পুড়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের। বাকি দুই জনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সারওয়ার জাহান বলেন, দগ্ধ দুই পুরুষ শ্রমিককে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ফারজানা