খুলনায় যুদ্ধাপরাধের অভিযোগে দায়ের করা মামলার ১১ আসামির মধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সকাল পর্যন্ত খুলনা ও ঢাকায় অভিযান চালিয়ে সাতজনকে খুলনা থেকে ও দুইজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছিল। জানা যায়, খুলনা থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সবার বাড়ি জেলার ডুমুরিয়া উপজেলায়। ঢাকা থেকে গ্রেফতাকৃতরা হলেন- নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদার।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত থেকে খুলনা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। এদিকে এ মামলায় নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার