নীলফামারীর ডিমলা উপজেলায় রিংকু ইসলাম (১৮) নামের এক মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ সকালে তাকে পুলিশের হাতে তুলে দিলেন মা। রিংকু উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মো. শরিফ ইসলামের ছেলে। সকালে ডাঙ্গারহাটে মাদক সেবন করছিলেন রিংকু এসময় তার মা পুলিশ নিয়ে গিয়ে তাকে ধরিয়ে দেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, রিংকু কিছুদিন আগে মাদক সেবনে জড়িয়ে পড়েন। বিষয়টি তার মা লিখিতভাবে থানায় জানালে পুলিশ গিয়ে তাকে হাতেনাতে আটক করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার