গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে তৌহিদ মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার সকালে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহত তৌহিদ মোল্লা ওই গ্রামের হাসেম মোল্লার ছেলে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে খালিয়া গ্রামে ঠান্ডা মোল্লা ও জালালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুপারুল ইসলাম মুন্সির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তৌহিদ মোল্লা গুরুতর আহত হন। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ