লক্ষ্মীপুরে কলেজছাত্র শাওন হত্যা মামলার আসামিরা হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে মামলার বাদী ও সাক্ষীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার ও মামলার সাক্ষীরা। এর আগে ১৮ এপ্রিল ওই মামলার বাদী ও সাক্ষীদের জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় পৌর শহরের অভিরখিল হালিম পাটোয়ারী বাড়িতে ললক্ষ্মীপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র হোসেন আহম্মদ শাওন তার খালার বাড়িতে বেড়াতে এসে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় ওই দিন রাতে শাওনের খালাতো ভাই সালাহ্ উদ্দিন লোটাস বাদী হয়ে সোহেল পাটোয়ারীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ফেব্রুয়ারি ২০১৭ সালে এজাহারে বর্ণিত আসামিদেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত আসামিদেরকে জেলা কারাগারে প্রেরণ করে। সম্প্রতি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এসে মামলার বাদী ও সাক্ষীদেরকে মামলা প্রত্যাহারসহ প্রাণনাশের হুমকি ধামকি দেয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত শাওনের বাবা তোফায়েল আহমদ, ভাই সুলতান আহমদ সুজন, মামলার বাদী সালাহ উদ্দিন লোটাস, সাক্ষী মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার