দিনাজপুরের পার্বতীপুরে সাবিনা ইয়াছমিন (২৮) নামের এক এনজিও কর্মীকে হত্যা করা হয়েছে। ঘটনাটি পার্বতীপুরের মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী কুড়িয়াল গ্রামে ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আজ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পিতা ইউনুস আলী বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত সাবিনা'র বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর নেকমরদ গ্রামে।
পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী কুড়িয়াল গ্রামে সাবিনা ইয়াছমিন আশরাফ আলীর বাড়িতে ভাড়া থাকত। গত ২০ এপ্রিল প্রতিবেশীরা ওই বাড়িতে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ বিকেলে শয়ন ঘর থেকে সাবিনার লাশ উদ্ধার করে। হয়তো এর আগে ১৯ এপ্রিল দিবাগত রাতে সাবিনাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। নিহতের গলায় ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। তার স্বামী বগুড়া জেলার মিষ্টি সরকারকে ওই বাড়িতে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার