সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদকে নারী-শিশু মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার চিলগাছার বাড়ি থেকে স্ত্রীর করা নারী-শিশু নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়।
সদর থানা উপ-পরিদর্শক হরেন্দ্রনাথ জানান, শুক্রবার ভোরে শহিদুল ইসলাম শহিদকে তার নিজ বাড়ি গ্রেফতার করা হয়। তার স্ত্রী নুসরাত জাহান কাকলী ২০১৫ সালে সিরাজগঞ্জ জজ আদালতে নারী-শিশু নির্যাতন আইনে মামলা করেন। এ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শহিদুল। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ফারজানা