আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলে অনুপ্রবেশকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে এবং যথাসময়ে তা প্রকাশ করা হবে।
শুক্রবার দুপুরে নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মমিন উল্যাহ অ্যাডভোকেটের কবর জিয়ারত শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেয়ার কিছু নেই। বিএনপি নিজেদের দরকারেই নির্বাচনে অংশ নেবে।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ফারজানা