শ্রী অরবিন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ার গাবতলীর মহিষবাথান গ্রামে শ্রী অরবিন্দ মীরা শান্তিপীঠ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাতৃ সরোবরের উদ্বোধন ও সনাতন হিন্দু ধর্মালম্বীদের পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রী-মা এর পতাকা ও বাংলাদেশের পতাকা উত্তোলন করে মাতৃ সরোবর ও শ্রী অরবিন্দ হসপিটালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রী অরবিন্দ আশ্রমের ভারতের দিল্লি শাখার চেয়ারপার্সন তারা জোহরা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী অরবিন্দ আশ্রম দিল্লির তপন কুমার প্রামানিক, শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরীর সমীর সেন, শ্রী অরবিন্দ সেন্টারের ঢাকার সাধারণ সম্পাদক অমীয় মুখার্জী, খুলনা সেন্টারের সাধারণ সম্পাদক শ্রী মৃণাল কান্তি বড়াল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী অরবিন্দ ফাউন্ডেশন বগুড়া শাখার সভাপতি ডা. বিপুল চন্দ্র রায়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সমবেত প্রার্থনা করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ